ঢাকা      শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
শিরোনাম

ছাত্র-জনতার আন্দোলনে নিহতের সংখ্যা এখন পর্যন্ত ৭২৮: নাহিদ

IMG
13 September 2024, 12:08 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ছাত্র-জনতার আন্দোলনে গত জুলাই-আগস্ট মাসে এখন পর্যন্ত ৭২৮ জনের তালিকা পাওয়া গেছে বলে জানিয়েছেন জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের কাছে ৭২৮ জনের তালিকা এসেছে। তাদের ঠিকানা খুঁজে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আর ২০ হাজার ২৬৩ জন আহত হয়েছেন।”

নাহিদ ইসলাম বলেন, “বেসরকারি বিভিন্ন সূত্র অনুসারে, আটশ জন শহিদের একটা তালিকা আছে, যেটার সত্যতা যাচাই করা হচ্ছে। জেলা প্রশাসকদেরও তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী রবিবারের মধ্যে একটি চূড়ান্ত তালিকা হয়ত পাবো।”

এদিকে, ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে আগামী ১৪ সেপ্টেম্বর স্মরণসভা হওয়ার কথা থাকলেও তালিকা চূড়ান্ত না হওয়ায় আপাতত সেটি হচ্ছে না বলে জানান উপদেষ্টা নাহিদ। তালিকা চূড়ান্ত হওয়ার পর স্মরণসভার তারিখ নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন