নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: নিখোঁজের দুই মাস পর আশুলিয়া থেকে বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক রেহেনা পারভীন নামের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার ননদসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
তবে অভিযুক্ত নিহতের স্বামী আওলাদ হোসেন নিখোঁজের পর অস্ট্রেলিয়ায় পালিয়ে যায় বলে দাবি পরিবারের। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম।
নিহত রেহেনা পারভীন ঢাকার নবাবগঞ্জ থানার পাতিল গ্রামের লেহাজ উদ্দিনের মেয়ে। তিনি স্বামী আওলাদ হোসেন ও পাঁচ ছেলে মেয়ে নিয়ে অস্ট্রেলিয়ায় থাকতেন। এর আগে ৮ সেপ্টেম্বর রেহেনা পারভীনের মা নবাবগঞ্জ থানায় ৪ জনের নাম উল্লেখ একটি মামলা করেন। তবে ৩ জুলাই একটি নিখোঁজ ডায়েরি করে পরিবার।
অভিযুক্তরা হলেন-নিহতের স্বামী আওলাদ হোসেন, তার চাচা আমজাদ হোসেন । তার বোন পাপিয়া আক্তার, আরেক জনের নাম মাকসুদা। এদের মধ্যে আমজাদ হোসেন ও পাপিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
এজাহার থেকে জানা যায়, রেহেনা পারভীন গত ২ঌ জুন তার ছেলেকে নিয়ে বাংলাদেশে আসেন। পরের দিন তিনি তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যান। গত ৩ জুলাই বিকাল ৫টার দিকে মোবাইলফোন করে বলে তাকে মারধর করা হয়েছে। চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল তাকে নিয়ে যাওয়া হয়েছে। এরপর খোঁজখবর পাওয়া যাচ্ছিল না তার। পরে অস্ট্রেলিয়ান দূতাবাস রেহেনার পরিবারকে অবগত করেন। এর মধ্যেই নিহত রেহেনার স্বামী আওলাদ হোসেন ১৩ জুলাই অস্ট্রেলিয়া চলে গেছে বলে জানতে পারে পরিবার। পরে তারা ৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
নিহতের মা আইরিন আক্তার বলেন, আমার মেয়েকে অনেক কষ্টে লেখাপড়া করিয়েছি। পরে তাকে অস্ট্রেলিয়ায় পাঠাই। সেখানে নাগরিকত্ব পায়। পরে আওলাদ এক পর্যায়ে জোরজবরদস্তি করে বিয়ে করে আমার মেয়েকে। অস্ট্রেলিয়ায় থাকাকালীন আমার মেয়ের অনেক সম্পদ হয়। আমার মেয়ে নিজ নামে সব সম্পদ করে। সেই সম্পদের জন্য আওলাদ, আওলাদের বোন, ভাইসহ পুরো পরিবার আমার মেয়েকে কৌশলে হত্যার পর লাশ গুম করে ফেলে হত্যার দুই মাস পর বৃহস্পতিবার সন্ধায় পুলিশ আমার মেয়ের লাশ উদ্ধার করেছে। আমি খুনিদের ফাঁসি চাই।
আশুলিয়া থানার নবীনগর ক্যাম্পের ফাঁড়ি ইনচার্জ অলক কুমার দে বলেন, নরসিংদী ও আশুলিয়া থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আসামির বাড়ির উঠান থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
ঢাকা জেলার সিনিয়র সহকারী সুপার (দোহার সার্কেল) মোহাম্মদ আশরাফুল আলম বলেন, তাদের বেশিরভাগ সম্পত্তি বাংলাদেশে। সেগুলো দেখতে রেহেনা পারভীন মাঝে মধ্যেই দেশে আসেন। তবে সেই সম্পত্তি অধিকাংশ রেহেনা বেগমের নামে। এর জের ধরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রেহেনা পারভীনকে তুলে নিয়ে হত্যার পর আশুলিয়ার নয়ার হাটের একটি গ্রামের নির্মাণাধীন বাড়ির উঠানে মাটি খুঁড়ে পুতে রাখা হয়।
তিনি আরও বলেন, যেহেতু তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। তাই দূতাবাসে ফিরে যাওয়ার সম্ভাব্য সময় দিয়ে আসতে হয়। কিন্ত রেহেনা ফিরে না যাওয়ায় দূতাবাস থেকে তার পরিবারকে বিষয়টি জানায়। এরপরেও রেহেনা ও তার স্বামীর খোঁজ পাওয়া যায়নি। পরে পরিবারের পক্ষ থেকে জানতে পারে গত ১৩ জুলাই আওলাদ হোসেন অস্ট্রেলিয়ায় চলে গেছে। পরে পরিবারের পক্ষ থেকে প্রথমে একটি সাধারণ ডায়েরি ও পরবর্তীতে একটি মামলা করেন। দেশের ক্রান্তিকালে তদন্ত একটু দেরি হলেও আমরা দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে আজকে তার গলিত লাশ উদ্ধার করি। বিস্তারিত তথ্য কাল জানানো হবে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com