ঢাকা      বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
শিরোনাম

দরজার কাছে অবহেলায় পড়া থাকা পাথরটির দাম ৮ কোটি

IMG
13 September 2024, 3:12 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সাড়ে তিন কেজি ওজনের এক খণ্ড পাথর। দরজার কাছে অবহেলায় পড়ে ছিল দীর্ঘ দিন। বাড়ির বৃদ্ধা মালিক বাদামী রংয়ের পাথরটি দরজা আটকানোর বস্তু হিসাবে ব্যবহার করেছিলেন কয়েক দশক। কিন্তু ঘটনা এখানেই সীমাবদ্ধ নয়, ওই বৃদ্ধার মৃত্যুর আরো কয়েক দশক পরে জানা গেছে পাথরটি এক অমূল্য রত্ন! বিচিত্র এই ঘটনা ঘটেছে ইউরোপের দেশ রোমানিয়ায়।

এক অমূল্য সম্পদ পড়েছিল বাড়িতে এটা জীবদ্দশায় ঘুণাক্ষরেও টের পাননি ওই বৃদ্ধা। ১৯৯১ সালে বৃদ্ধার মৃত্যুর পরে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়েছিলেন তার পরিবারের এক সদস্য। তিনি পাথরটি সন্দেহ হলে পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন। তার সন্দেহ সঠিক প্রমাণিত হয়। সম্প্রতি একটি স্প্যানিশ সংবাদপত্র জানিয়েছে, সেই পাথরটির আসল পরিচয় প্রকাশ পেয়েছে। জানা গেছে, এটি সাধারণ কোনো পাথর নয়। এতে চোখ কপালে উঠেছে ওই ব্যক্তির।

তিনি ৮ কোটি টাকা দিয়ে এটিকে রোমানিয়ান প্রশাসনের কাছে বিক্রি করেন। পাথরটি পেয়েই একে জাতীয় সম্পদ হিসাবে ঘোষণা করে রোমানিয়া প্রশাসন। মজার বিষয় হচ্ছে, বহু বছর আগে ওই বৃদ্ধার বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। বেশ কয়েকটি গহনা নিয়ে চুরি হলেও পাথরখণ্ড অক্ষত ছিল। রোমানিয়ার বিশেষজ্ঞরা বলছেন, এই পাথর ৩৮ থেকে ৭০ মিলিয়ন বছর আগের হতে পারে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন