ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশকারীরা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, “এখনো বিএনপির নামে এই চাঁদাবাজি, বিভিন্ন রকম কথা আসছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এরা কিন্তু বিএনপি নামে অনুপ্রবেশকারী আওয়ামী লীগের বিভিন্ন লোকজন।” একই সঙ্গে সরকার পতনের পর পরিবর্তিত এই পরিস্থিতিতে নতুন কাউকে দলে জায়গা না দিতেও আহ্বান জানিয়েছেন তিনি।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের আন্দোলনে যে সব দল বিএনপির সঙ্গে সাড়া দিয়ে পথে নেমেছিল, সেইসব শরিক দলগুলোর মধ্যে ঐক্য আরো সুদৃঢ় করার ওপর তাগিদ দিয়ে তিনি বলেন, “সেই যুগপৎ আন্দোলনে উনারাও সঙ্গে ছিলেন, তারাও আন্দোলন করেছেন। আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ ভাবে কাজ করেছি। এখন চাই সমগ্র জাতি ঐক্যবদ্ধ থাকার। আমাদের এক থাকতে হবে।”
ক্ষমতাচ্যুত সরকারের বিষয়ে সমালোচনা করে তিনি বলেন, “নতুন প্রজন্ম ভোটার হয়েছে কিন্তু দীর্ঘ ১৭ বছর তারা ভোট দিতে পারেন নাই। কোনো নির্বাচিত প্রতিনিধিকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করতে পারে নাই, বিনা ভোটে একটা অবৈধ সরকার বার বার ক্ষমতায় এসেছে। এদেশের জনগণের পেটে লাথি মেরেছে, তাদের ওপর স্টিমরোলার চালিয়েছে।”
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি আরও বরেন, “যে আন্দোলনটা আমাদের ছাত্র-জনতা করেছে সেই আন্দোলনে উনি (শেখ হাসিনা) গণহত্যার মত নির্বিচারে মানুষকে গুলি করে হত্যা করার নির্দেশ দেন। আপনারা দেখেছেন সেই একটা চিত্র যেখানে এক পুলিশ অফিসার গুলি করে মেরে লাশগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। কি নির্মম, কি নিষ্ঠুর কাজ।”
সেলিমা রহমান বলেন, “স্বৈরাচার ভারতে থেকে দেশে বিভিন্নভাবে অপচার করছে। তারা বিভিন্নভাবে ছল-চাতুরি করে ষড়যন্ত্র করছে সেখানে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com