ঢাকা      শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
শিরোনাম

কোয়ার্টারে ফাইনালে ব্রাজিল, বিদায় আর্জেন্টিনার

IMG
14 September 2024, 12:06 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ক্যামেরুনকে ৩-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে ব্রাজিল। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও পেনাল্টি থেকে গোল করে সমতায় থেকে বিরতিতে যায় ব্রাজিলের মেয়েরা। এরপর দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পায়নি কোনো দল। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে দুই গোল করে ব্রাজিল। তাতে ৩-১ গলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

ব্রাজিলের জয়ের দিনে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে। জার্মানির কাছে ৫-১ গোলের ব্যবধানে হেরেছে আর্জেন্টিনার মেয়েরা। জার্মানির হয়ে জোড়া গোল করেন নাচতিগাল। এছাড়া একটি করে গোল করেন জানজিন, ব্যান্ডের ও জিকাই। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেছেন লোম্বারডি ল্যারের।

বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন