ঢাকা      বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১
শিরোনাম

কক্সবাজার সৈকতে হিজড়াকে মারধর করা সেই তরুণ পুলিশ হেফাজতে

IMG
14 September 2024, 1:38 PM

কক্সবাজার, বাংলাদেশ গ্লোবাল: কক্সবাজার সমুদ্রসৈকতে এক হিজড়াকে লাঠি দিয়ে বেধড়ক মারধরের ঘটনায় ফারুকুল ইসলাম (২২) নামের এক তরুণকে হেফাজতে নিয়েছে পুলিশ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকা থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ওই তরুণকে জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ হেফাজতে থাকা ফারুকুল ইসলাম একজন মাদ্রাসার ছাত্র ও চট্টগ্রামের সাতকানিয়া এলাকার মাজেদুল ইসলামের ছেলে। তিনি কক্সবাজারের বাহারছড়া এলাকায় বসবাস করেন।

কক্সবাজারের নবাগত পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ গণমাধ্যমকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে এক হিজড়াকে লাঠি দিয়ে বেধড়ক মারধরের ভিডিও ভাইরাল হয়। পরে বিষয়টি নজরে আসলে পুলিশ ওই তরুণকে হেফাজতে নেয়। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হিজড়াদের পক্ষ থেকে সকালে অভিযোগ দেওয়ার কথা ছিল। তাদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে। তবে এটি লিখিত আবেদনের উপর নির্ভর করবে।

এর আগে, শুক্রবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হতে শুরু করে। যেখানে দেখা যায়, সমুদ্রসৈকতে এক হিজড়াকে কান ধরে ওঠবস করানো হচ্ছে। তাকে ঘিরে রেখেছে জনা বিশেক যুবক। বেশির ভাগের হাতে ভিডিও ধারণরত মোবাইল। সেখানে ওই হিজড়াকে হাতের লাঠি দিয়ে প্রহার করে তাকে বিচ থেকে চলে যেতে বলা হচ্ছে।

আরেকটি ভিডিওতে দেখা যায়, একজন নারী বিচে বসে আছেন। কয়েকজন সেখানে হাজির হয়ে জানতে চান— ‘এখানে কী করেন, মহিলা মানুষ রাত ১২টায় এখানে কেন?’ বলতে বলতে মারার ভঙ্গি করলে পেছন থেকে আরেকজন বলে ওঠে— ‘ক্যালানি দিতে দিতে আসতেসি, বুঝতে পারসেন? ক্যালানি খাবেন? ছলে যান ছলে যান।’ আরেকজন বলে উঠছেন, ‘পুরা বিচের পরিবেশ এরা (এই নারীরা) নষ্ট করে ফেললো।’


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন