ঢাকা      বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
শিরোনাম

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত

IMG
14 September 2024, 2:01 PM

এসআই মিলন, বাংলাদেশ গ্লোবাল: গাইবান্ধার পলাশবাড়ীতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আবু হোসেন নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হন।

নিহত অটোরিকশা চালক আবু হোসেন পলাশবাড়ী পৌরসভার রাইগ্রাম এলাকার খাদেম হোসেনের ছেলে।

আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান। এর আগে শুক্রবার রাত ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার আগে সন্ধ্যার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার জুনদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে আবু হোসেন উপজেলার জুনদহ বাজার এলাকা থেকে তার অটোরিকশায় যাত্রী নিয়ে পলাশবাড়ী শহরে যাচ্ছিলে। পথেই বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় আহত হন অটোরিকশা চালক আবু হোসেন ও মোটরসাইকেলের দুই আরোহী।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এর মধ্যে আবু হোসেনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে আবু হোসেন মারা যান। অপর আহত দুইজন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন