ঢাকা      সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১
শিরোনাম

আড়াইঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক

IMG
15 September 2024, 5:35 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: প্রশাসনের আশ্বাসে আড়াইঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহের আউলিয়া নগর স্টেশনে কমিউটার ট্রেন আটকে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও এলাকাবাসী। এতে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এমন খবর পেয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ ঘটনাস্থলে এসে ট্রেনের যাত্রাবিরতির আশ্বাস দিলে বেলা ১২টার দিকে আন্দোলনকারীরা সরে যান।

জানা যায়, আউলিয়া নগর স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ করায় গফরগাঁও স্টেশনে তিস্তা এক্সপ্রেস, মশাখালী স্টেশনে মহুয়া এক্সপ্রেস, ফাতেমা নগর স্টেশনে ব্রহ্মপুত্র এক্সপ্রেস, ময়মনসিংহ স্টেশনে হাওর এক্সপ্রেস আটকে থাকে।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাস্থলে ছিলাম। পরে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আন্দোলনকারীদের আশ্বাস দিলে তারা লাইন ছেড়ে দেন। পরে আটকে থাকা ট্রেনগুলো স্টেশন ছেড়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।’

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, ‘আউলিয়া নগর স্টেশনে ট্রেন আটকে মানববন্ধন ও বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ১০ দিনের সময় নিয়ে আন্দোলনকারীদের সরে আসতে বলা হয়। এমন আশ্বাসে আন্দোলনকারীরা লাইন থেকে সরে যান। আপাতত ১০ দিন কেউ কোনো আন্দোলন করবেন না।

বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন