ঢাকা      বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
শিরোনাম

ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ মাছ জব্দ বিজিবির

IMG
16 September 2024, 1:32 AM

কুমিল্লা, বাংলাদেশ গ্লোবাল: কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের সীমান্তবর্তী চাঁনপুর ব্রিজ এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি।

আজ রোববার বিকেলে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কুমিল্লা কোতয়ালী সদর উপজেলাধীন সীমান্তবর্তী চাঁনপুর ব্রীজ নামক এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে ইলিশ মাছ পাচার হবে।

এ প্রেক্ষিতে হাবিলদার জুয়েলের নেতৃত্বে বিজিবি'র কটকবাজার চেকপোস্টের টহলদল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে।

এই অভিযানে বিজিবি টহলদল বাংলাদেশ হতে ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ মাছ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ইলিশের আনুমানিক বাজারমূল্য ৯,৫২,০০০/- (নয় লক্ষ বাহান্ন হাজার) টাকা।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন