চট্টগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: বৈরী আবহাওয়ার কারণে এলএনজি সরবরাহ বিঘ্নিত হওয়ায় চট্টগ্রামে গ্যাসের চাপ কম থাকবে। আজ সোমবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে পেট্রোবাংলা।
বার্তায় বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে মহেশখালীর এফএসআরইউ থেকে এলএনজি সরবরাহ বিঘ্নিত হওয়ায় কেজিডিসিএলর চট্টগ্রাম এলাকায়, বাখরাবাদ গ্যাস ও তিতাস গ্যাসের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে।
তবে আজ সন্ধ্যা নাগাদ গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য পেট্রোবাংলা আন্তরিকভাবে দুঃখিত।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com