ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী হামলায় ১০ জন নিহত হয়েছে। এছাড়া গাজা শহরের জেইতুন এবং শেখ রাদওয়ান এলাকায় হামলায় শিশুসহ আরও ১০ জন নিহত হয়েছে। খবর আল জাজিরার।
আজ সোমবার আল জাজিরার একটি প্রতিবেদনে জানানো হয়, গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে কাসসাম কবরস্থানের কাছে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন।
গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ শহরের উত্তরেও গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। কয়েক মাস পরে ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করেছে যে গত নভেম্বরে গাজায় নিহত তিন ইসরায়েলি বন্দি খুব সম্ভবত তাদের নিজস্ব বিমান হামলায় নিহত হয়েছে।
ইয়েমেনের হুথিরা একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা ইসরায়েলের গভীরে পৌঁছেছিল। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিদ্রোহী গোষ্ঠীটির কাছ থেকে চড়ামূল্য আদায় করার প্রতিশ্রুতি দিয়েছেন।
গাজায় ইসরায়েলের যুদ্ধে অন্তত ৪১ হাজার ২০৬ জন নিহত ও ৯৫ হাজার ৩৩৭ জন আহত হয়েছেন। ইসরায়েলে ৭ অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলায় নিহত হয়েছিল ১ হাজার ১৩৯ জন। বন্দি করা হয়েছিল ২০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com