বরিশাল, বাংলাদেশ গ্লোবাল: বরিশাল বিসিক শিল্প নগরী এলাকার ফরচুন সুজের কারখানায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আগস্ট মাসের বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
বিকালে সেনাবাহিনীর লে.কর্নেল আল-আমিনের নেতৃত্বে বৈঠকে বসেন ফ্যাক্টরির কর্মকর্তারা। এ সময় আগামীকাল (১৭ আগস্ট) বেতন পরিশোধের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী বিক্ষোভ কর্মসূচী প্রত্যাহার করে বিক্ষোভরত শ্রমিকরা। তবে তারা জানান, আগামীকাল বেতন না পেলে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।
শ্রমিক ইউসুফ বলেন, বেতন না পাওয়ায় আমরা খুব কষ্টে দিন কাটাচ্ছি। এ জন্য সব শ্রমিকরা আন্দোলন করছি। মিরাজ হোসেন নামের আরেক শ্রমিক জানান, তারা প্রতি মাসের ১০ তারিখ বেতন পেয়ে থাকেন। ১৬ সেপ্টেম্বরের মধ্যেও তাদের বেতন পরিশোধ করা হয়নি। এ জন্য বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করতে বাধ্য হয়েছেন তারা।
বাংলাদেশ গ্লোবাল/এমএন
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com