স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আগামী বৃহস্পতিবার চেন্নাইয়ে ভারত বনাম বাংলাদেশের প্রথম টেস্ট। অতীত পরিসংখ্যান আর কন্ডিশন অনুযায়ী স্বাগতিকরা নিঃসন্দেহে এগিয়ে। সৌরভ গাঙ্গুলি ও অজয় জাদেজার মতো সাবেক ক্রিকেটারদের বিশ্বাস, ভারতের সঙ্গে পেরে উঠবে না বাংলাদেশ। তবে লিজেন্ডারি ক্রিকেটার সুনীল গাভাস্কার রোহিত শর্মাদের এই বলে সতর্ক করলেন যে, আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে অবমূল্যায়ন করলে বিপদ হতে পারে।
সবশেষ টেস্ট সিরিজে বাংলাদেশ দাপট দেখিয়ে স্বাগতিক পাকিস্তানকে ২-০ তে হোয়াইটওয়াশ করেছে। ভারতের বিপক্ষে ১৩ টেস্টে মুখোমুখি হয়েও কোনও জয় না পাওয়া বাংলাদেশ এবার সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে রেকর্ড পাল্টাতে চায়।
অতীতে ভারতকে চমকে দেওয়ার রেকর্ড বাংলাদেশের আছে, তবে সেটা রঙিন পোশাকে। ২০০৭ সালের বিশ্বকাপ, ২০১২ এশিয়া কাপ এবং ২০১৫ ও ২০২২ সালে দ্বিপাক্ষিক সিরিজে ভারত হেরেছে তাদের কাছে।
দুই বছর আগে ঢাকা টেস্টে বাংলাদেশ ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের আভাস পেয়েছিল। কিন্তু শ্রেয়াস আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিনের নৈপুণ্যে সফরকারীরা জিতে যায়।
ভারতের বিপক্ষে দুর্দান্ত লড়াই গড়ে তুলেও হারের পর এবার নতুন করে মুখোমুখি হওয়ার আগে পাকিস্তান বধের স্মৃতি নিঃসন্দেহে তাদের অনুপ্রাণিত করবে। আর এনিয়ে সতর্ক গাভাস্কার।
মিড-ডেতে এক কলামে সাবেক এই ব্যাটিং গ্রেট লিখেছেন, ‘পাকিস্তানে দুটি টেস্ট ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ দল দেখিয়ে দিয়েছে তারাও এমন এক শক্তি যাদের ফেলে দেওয়া যাবে না। এমনকি দুই বছর আগে, যখন বাংলাদেশ সফরে গিয়েছিল ভারত, তখন তারা বাংলাদেশিদের দুর্দান্ত লড়াইয়ের সামনে পড়েছিল। এখন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের প্রেরণা ভারতকেও হারানোর জন্য উজ্জীবিত করবে তাদের।’
বাংলাদেশ দলে প্রতিভাবান খেলোয়াড়দের কথাও বিশেষভাবে তুলে ধরলেন গাভাস্কার, যারা তাদের প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের দুর্বল মনে করে না।
তিনি লিখেছেন, ‘তাদের দলে দারুণ কিছু খেলোয়াড় আছে এবং কয়েকজন নতুন সম্ভাবনাময়ী খেলোয়াড় আছে যারা আগের মতো আন্তর্জাতিক ক্রিকেটে তাদের প্রতিপক্ষকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকে না। এখন তাদের বিপক্ষে যে দলই খেলুক না কেন, তারা নিজেদেরকে অজেয় ভাবতে পারবে না। কারণ তারাও ছিটকে যেতে পারে যেভাবে পাকিস্তানিরা গেছে। নিশ্চিতভাবে এই সিরিজ হতে যাচ্ছে দেখার মতো কিছু।’
বাংলাদেশ গ্লোবাল/এমএন
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com