ঢাকা      বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
শিরোনাম

মিয়ানমারে ভয়াবহ বন্যায় নিহত ২৩৬

IMG
17 September 2024, 11:34 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ঘূর্ণিঝড় ইয়াগির আঘাতে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় অন্তত ২৩৬ জনের মৃত্যু হয়েছে। খবর আল জাজিরার।

আজ মঙ্গলবার মিয়ানমার সরকার পরিচালিত গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানিয়েছে, এখনো প্রায় ৭৭ জন নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) মতে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সোমবারের এক আপডেটে ওসিএইচএ জানায়, বন্যায় আনুমানিক ৬ লাখ ৩১ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বছর এ অঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইয়াগি গত সপ্তাহে চীনের দক্ষিণাঞ্চল, ভিয়েতনাম, লাওস ও মিয়ানমারে বয়ে যায়।

মিয়ানমারের রাজধানী নেপিডোর পাশাপাশি মধ্যাঞ্চলীয় মান্দালয় অঞ্চলের পাশাপাশি কায়াহ, কায়িন ও শান রাজ্যসহ নয়টি রাজ্যে বন্যা দেখা দিয়েছে।

২০২৩ সালের মে মাসে পশ্চিম রাখাইন রাজ্যে ঘূর্ণিঝড় মোচা আঘাত হানার পর মিয়ানমার আন্তর্জাতিক সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, তবে সপ্তাহান্তে পুনরায় বাইরের সহায়তা কামনা করে।

ওসিএইচএ জানায়, খাদ্য, পানীয় জল, ওষুধ, কাপড় এবং আশ্রয়ের জরুরি প্রয়োজন ছিল, তবে রাস্তাঘাট ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অস্থিতিশীল টেলিযোগাযোগ এবং ইন্টারনেট পরিষেবা ত্রাণ প্রচেষ্টা ব্যাহত করছে।

সংস্থাটি আরও বলেছে, এই বছরে মিয়ানমারে প্রয়োজনের তুলনায় মাত্র ২৫ শতাংশ অর্থায়ন করা হয়েছে এবং ‘গুরুতর আন্ডারফান্ডিং’ দ্বারা মানবিক প্রতিক্রিয়াও প্রভাবিত হয়েছে।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন