ঢাকা      বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
শিরোনাম

গণতন্ত্র আর বিএনপি দুটিই সমার্থক: মির্জা ফখরুল (ভিডিও)

IMG
17 September 2024, 6:44 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র আর বিএনপি দুটি সমার্থক। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি প্রথম তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিল। রাজধানীর নয়াপল্টনে আজ মঙ্গলবার বিকেলে ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে আয়োজিত বিএনপির সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত ১৬ বছরে আমাদের অনেক নেতাকর্মী নিহত হয়েছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির বহু নেতা নির্বাসিত হয়েছেন। আজকে আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি সেটা যেন হেলায় চলে না যায়। আজকে সরকারে যারা আছেন তাদের বলব- এখনও ফ্যাসিস্ট সরকারের অনেকে তাদের চেয়ারে বসে আছে। এরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাধা হয়ে নানা ষড়যন্ত্র করতে চাচ্ছে। তাদের দ্রুত চেয়ার থেকে সরাতে হবে।

মির্জা ফখরুল বলেন, পাশাপাশি ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে যারা আহতে হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করে পুনবাসনের দাবি জানাচ্ছি বর্তমান সরকারের প্রতি।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন