ঢাকা      বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
শিরোনাম

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানের চারা দিল বি‌জি‌বি

IMG
17 September 2024, 11:06 PM

ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ গ্লোবাল: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানের চারা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি‌জি‌বি)। আজ মঙ্গলবার সকা‌লে কসবা উপজেলার বা‌য়েক ইউনিয়ন প‌রিষদ প্রাঙ্গ‌ণে ধানের চারা বিতরণ ক‌রেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বি‌জি‌বি জানায়, সম্প্রতি ভারি বর্ষণের ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া এবং কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলাধীন বিভিন্ন এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

ইতোমধ্যে সুলতানপুর ব্যাটালিয়ন এসব এলাকার বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করে। এরই ধারাবাহিকতায় কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক কৃষকদের মাঝে ১৭ বিঘা (৫৬১ শতক) জমি চাষাবাদের জন্য আমন ধানের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর সালদানদী বিওপির কমান্ডার, বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় ইউপি সদস্যরা।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন