ঢাকা      বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
শিরোনাম

রংপুর মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তুষার কান্তি গ্রেপ্তার

IMG
18 September 2024, 9:32 AM

রংপুর , বাংলাদেশ গ্লোবাল: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে থাকা রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার সাভার এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১৩’র একটি দল।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৩ এর মিডিয়া সেল জানিয়েছে, ঢাকার সাভার থেকে তুষার কান্তি মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে ঢাকায় পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন