ঢাকা      বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
শিরোনাম

সাতক্ষীরায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

IMG
18 September 2024, 11:24 AM

চট্টগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: সাতক্ষীরা জেলার আশাশুনি থানায় সংঘটিত এক হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ডা. সাইফুল্লাহকে দীর্ঘদিন পর চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

বুধবার র‌্যাব-৭ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাতক্ষীরার আশাশুনি থানায় ২০১৪ সালের ২৩ জুলাই ৩০২/৩৪ ধারায় দায়ের করা একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ডা. সাইফুল্লাহ চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বেলতল পূর্ব শহীদ নগর এলাকায় অবস্থান করছে বলে জানতে পারে র‌্যাব।

এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬, খুলনা এবং র‌্যাব-৭, চট্টগ্রামের একটি যৌথ আভিযানিক দল গত ১৭ সেপ্টেম্বর বিকালে উক্ত স্থানে অভিযান চালিয়ে আসামি ডা. সাইফুল্লাহকে (৪৮) গ্রেপ্তার করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি উপরোক্ত মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেন।

জিজ্ঞাসাবাদে তিনি আরও জানান, মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে তিনি নিজ এলাকা ছেড়ে চট্টগ্রামের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারকৃত আসামির পিসিপিআর (পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট) যাচাই করে তার বিরুদ্ধে সাতক্ষীরা জেলার আশাশুনি এবং ঢাকা মহানগরীর শাহবাগ থানায় আরও দুটি মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেপ্তারকৃত আসামিকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন