ঢাকা      বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
শিরোনাম

অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা আজ

IMG
18 September 2024, 12:50 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা (একনেক) আজ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আলোচনা হবে ৫ প্রকল্প নিয়ে। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা। এর মধ্যে একটি প্রকল্প মেয়াদ বৃদ্ধির জন্য উপস্থাপন করা হবে।

নিয়ম অনুযায়ী একনেক সভা সবসময় পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলেও, এবার জায়গা বদলেছে। প্রথমবারের মত প্রধান উপদেষ্টার কার্যালয় অনুষ্ঠিত হবে এ সভা।

তালিকায় থাকা প্রকল্পের মধ্যে দুটি জ্বালানি খাতের। একটি বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প। অন্যটি, সুন্দলপুর, শ্রীকাইল ও জামালপুরে কূপ উন্নয়ন ও খনন প্রকল্প।

এর বাইরে, নারীর ক্ষমতায়ন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই সামাজিক সেবা এবং লাঙ্গলবন্ধ মহাষ্টমী পুণ্যস্নান উৎসবের অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হবে একনেকে। সভা শেষে দুপুরে এ বিষয়ে ব্রিফ করবেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন