ঢাকা      বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
শিরোনাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’

IMG
18 September 2024, 12:52 PM

চট্টগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য ও প্রো-ভিসি নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতেই বিশ্ববিদ্যালয়ের মুল ফটক, প্রশাসনিক ভবনসহ গুরুত্বপূর্ণ দফতরগুলোতে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।

এতে আজ বুধবার সকাল থেকে সব দাফতরিক কার্যক্রম বন্ধ রয়েছে চবিতে। শিক্ষার্থীদের দাবি, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অবহেলা করা হচ্ছে।

ভিসি ও প্রো-ভিসি না থাকায় এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ একাডেমিক কার্যক্রম। এতে সেশন জটের আশঙ্কায় শিক্ষার্থীরা। দ্রুত ভিসি নিয়োগ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

এর আগে, সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আবু তাহের ও প্রোভিসি সেকান্দর চৌধুরী এবং বেনু কুমার দে। সম্প্রতি রাজনীতি বিভাগের সাবেক এক অধ্যাপককে ভিসি হিসেবে নিয়োগের গুঞ্জন উঠলেও প্রজ্ঞাপন না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন