ঢাকা      বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
শিরোনাম

সমবায় ব্যাংকের সফলতা নিয়ে সন্দেহ রয়েছে: সমবায় উপদেষ্টা

IMG
18 September 2024, 1:08 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সমবায় ব্যাংক যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিলো তা সফল হয়েছে কি না, এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ। আজ বুধবার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমবায় ব্যাংকের ৪৭তম বার্ষিক সাধারণ সভায় তিনি সমবায় ব্যাংকের নানা অনিয়ম, দুর্নীতির কথা তুলে ধরেন।

তিনি বলেন, গ্রামীন ব্যাংকের মত, সমবায় ব্যাংককেও আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে। সেভাবে কাজ করার নির্দেশনা তেন তিনি।

তিনি বলেন, গ্রামীন ব্যাংকের মত, সমবায় ব্যাংককেও আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে। সেভাবে কাজ করার নির্দেশনা তেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সমবায় ব্যাংক থেকে প্রায় সাড়ে ১২ হাজার ভরি স্বর্ণ লোপাট করেছে। বিগত সরকারের সমর্থনকারী, চাটুকার এবং দুর্নীতির সাথে জড়িতদের সমবায় ব্যাংক থেকে বিদায় করে, সৎ ও স্বচ্ছ ব্যক্তিদের অন্তর্ভুক্তির দাবি জানান মহাপরিচালক শরিফুল ইসলাম।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন