সাভার, বাংলাদেশ গ্লোবাল: সাভারে হত্যার কয়েক ঘন্টা পরেই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে হত্যাকারী স্বামী স্ত্রীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা।
গ্রেপ্তারকৃত দুই আসামী হলেন, মাসুদ (২৮) ও তার স্ত্রী রহিমা আক্তার প্রিয়া (২০)। তাদের বাড়ি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা এলাকায়। স্বামী স্ত্রী তারা হেমায়েতপুরের হরিণধরা এলাকায় সুমনের বাড়িতে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, গতকাল হেমায়েতপুরের হরিণধরা এলাকায় রিপন কাজী সরদার নামের এক শ্রমিককে হত্যাকারীরা নিজ ভাড়া ঘরে নিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় নিহতের পরিবার রাতে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ সকালে হেমায়েতপুরে অভিযান চালিয়ে স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করে। টাকা পয়সার লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকান্ড বলে জানিয়েছে পুলিশ।
আসামীদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com