নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ঢাকা থেকে হংকংগামী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের সিএক্স৬৬২ ফ্লাইটে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। ৪৭ বছর বয়সী ওই ব্যক্তিকে ফ্লাইটে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে হংকং বিমানবন্দরে অবতরণের পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
উড়োজাহাজের ভেতরেই তিনি মারা যান বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে তার নাম জানা যায়নি। খবর- সাউথ চায়না মর্নিং পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, বুধবার স্থানীয় সময় সকাল আটটার পর ফ্লাইটে অচেতন হওয়ার বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ জানিয়েছে, তারা মৃত্যুর কারণ তদন্ত করবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটটি মঙ্গলবার রাত ২টায় ঢাকা থেকে রওনা য়ে। বুধবার সকাল ৭টা বেজে ৪৯ মিনিটে হংকং পৌঁছে।
ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ বলছে, হংকং বিমানবন্দরে অবতরণের আগে প্রি ল্যান্ডিং চেক করার সময় তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে চিকিৎসাকর্মীরা সেখানে পৌঁছে যান। ততক্ষণে তার মৃত্যু হয়।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com