ঢাকা      বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
শিরোনাম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা (ভিডিও)

IMG
18 September 2024, 3:19 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ২০২৪ নারী টিটোয়েন্টি বিশ্বকাপে দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ এক ভিডিও বার্তায় ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে ঘোষিত দলে জায়গা পেয়েছেন সিনিয়র ক্রিকেটার জাহানারা আলম।

সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে ভিন্ন আঙ্গিকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের নাম ঘোষণা করে বিসিবি। যেখানে বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করেন প্রবাসী বাঙালিরা। কানাডা, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সুইডেনসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা নিগার-জাহানারাদের শুভেচ্ছা জানিয়ে দল ঘোষণা করেন।

ভিডিও বার্তার শেষে শুভকামনা জানান বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যথারীতি টুর্নামেন্টে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। আছেন নাহিদা-জাহানারাদের মতো অভিজ্ঞরাও।

দলে চমক বলতে এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা তাজ নেহারের উপস্থিতি। ২৬ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটার অবশ্য শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ‘এ’ দলে ছিলেন।

এ ছাড়া অভিষেকের অপেক্ষায় থাকা অলরাউন্ডার দিশা বিশ্বাসও আছেন দল। ২০ বছর বয়সী দিশা ২০২৩ নারী টিটোয়েন্টি বিশ্বকাপের দলেও সুযোগ পেয়েছিলেন। তবে এখনো জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি এই পেস বোলিং অলরাউন্ডারের।

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় এখান থেকে টুর্নামেন্টটি আমিরাতে সরিয়ে নিয়েছে আইসিসি।

আগামী ৩ অক্টোবর বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। ভেন্যুর পাশাপাশি সূচিতেও একটি পরিবর্তন এনেছে আইসিসি। ৫ অক্টোবর বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচ হওয়ার কথা ছিল বিকাল ৪টায়। সেটা পরিবর্তন হয়ে মাঠে গড়াবে রাত ৮টায়। আর একই দিনে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার লড়াই রাত ৮টার বদলে হবে বিকাল ৪টায়। দুটি ম্যাচই হবে শারজাহতে। দুবাই ও শারজাহতে হবে পুরো টুর্নামেন্ট। ১৫ অক্টোবর শেষ হবে গ্রুপ পর্বের খেলা। এরপর ১৭ ও ১৮ অক্টোবর মাঠে গড়াবে দুই সেমিফাইনাল। আর ২০ অক্টোবর হবে ফাইনাল।

নারী টিটোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, স্বর্ণা আক্তার রিতু মনি, সোবহানা মোস্তারী, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রানিও দিশা বিশ্বাস।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন