ঢাকা      বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
শিরোনাম

প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবি

IMG
18 September 2024, 3:36 PM

এসআই মিলন, বাংলাদেশ গ্লোবাল: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের এক দফা এক দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে গাইবান্ধা জেলার প্রাথমিক সহকারী শিক্ষকবৃন্দের ব্যানারে প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান। অথচ বেতন গ্রেড ১৩তম। অন্যদিকে সমযোগ্যতায় মাধ্যমিকের সহকারী শিক্ষক, পুলিশের সাব-ইন্সপেক্টররা দশম গ্রেডে বেতন পাচ্ছেন। এইচএসসি সমমান ডিপ্লোমা পাসে নিয়োগপ্রাপ্ত নার্সদের বেতন ১০ম গ্রেডে। এসএসসি সমমানে কৃষি ডিপ্লোমায় নিয়োগপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসার বেতন পাচ্ছেন ১০ম গ্রেডে।

এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ যোগ্যতা স্নাতক পাসে বেতন পাচ্ছেন ১০ম ও ৯ম গ্রেডে। অথচ সমযোগ্যতা সত্ত্বেও আমরা বৈষম্যের শিকার হচ্ছি। বক্তারা বৈষম্য নিরসনে অবিলম্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানান।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পিটিআইয়ের প্রশিক্ষণার্থী ও সদর উপজেলার সুখানদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান আলী, আনালেরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিরোজ আলম, সাঘাটার মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আহসান হাবীব, বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফারহানা আক্তার, গোবিন্দগঞ্জে পারধন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আব্দুল আজিজ এবং সাদুল্লাপুরের বোয়ালীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার সোহেব জান তিতাস প্রমুখ।

এছাড়াও এ কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন পিটিআই, গাইবান্ধার ইন্সট্রাক্টর (আইসিটি) ছামিউল হাসান।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন