ঢাকা      বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
শিরোনাম

গোবিন্দগঞ্জ মহিলা কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি

IMG
18 September 2024, 4:16 PM

এসআই মিলন, বাংলাদেশ গ্লোবাল: গোবিন্দগঞ্জ মহিলা (ডিগ্রি) কলেজের অধ্যক্ষ এএইচএম আহসান হাবীবের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতি তদন্তে তিন সদস্যদের কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে আগামী ১০ কর্ম দিবসের মধ্যে সকল অভিযোগ তদন্ত করে মতামতসহ তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাখিল করতে বলা হয়েছে।

কমিটিতে উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসানকে আহ্বায়ক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মামুনুর রশিদকে সদস্য সচিব ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার ফারজানা ইয়াসমিনকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়।

কলেজের শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে সহকারী অধ্যাপক রাশেদ হায়দার আপেল এবং শহিদুল কবির লেবু উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করলে এই কমিটি গঠন ও নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

গোবিন্দগঞ্জ মহিলা (ডিগ্রি) কলেজের শিক্ষক-কর্মচারীদের লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, কলেজের অধ্যক্ষ এএইচএম আহসান হাবীব বিগত ২০২১ সালে কোভিড-১৯ মহামারীর সময়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় অব্যয়িত বোর্ড ফি'র অর্থ আত্মসাৎ ও ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত অডিটের টাকা ভূয়া ভাউচারের মাধ্যমে আত্মসাৎ, কর্মচারী নিয়োগের ক্ষেত্রে উৎকোচ গ্রহণসহ কর্মচারীদের নানাভাবে হয়রানি করেন। আবেদনে শিক্ষক-কর্মচারীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অধ্যক্ষের পদ থেকে দ্রুত অপসারন করে তাকে বিচারের মুখোমুখি করারও দাবি জানান।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন