ঢাকা      বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
শিরোনাম

হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক সাংসদ সেলিম আলতাফ জর্জ

IMG
18 September 2024, 4:37 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর মোহাম্মদপুরে অটোরিকশাচালক মো. রনি হত্যা মামলায় কুষ্টিয়া-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম শুনানি শেষে এ আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার সাব-ইন্সপেক্টর আলতাফ হোসেন ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

গত ১৭ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

মামলায় বলা হয়েছে, গত ১৯ জুলাই রাত ১টার সময় মোহাম্মদপুর থানার নুরজাহান রোডের দক্ষিণ মাথায় প্রাথমিক বিদ্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলি চালানো হয়। এতে অটো রিকশা চালক গুলিবিদ্ধ হয়ে গুরুতর রক্ত জখমপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শেখ হাসিনা সহ ২৭ জনকে আসামি করে গত আট সেপ্টেম্বর নিহত রনির মা পারভিন মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।

সেলিম আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০১৮ সালের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন