ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে ফরেন রেমিট্যান্স হাউসগুলোর বাংলাদেশ লিয়াজোঁ অফিসের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের চেয়ারম্যান মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সভায় ব্যাংকের ইন্টারন্যাশনাল ট্রেড উইংপ্রধান মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল জলিল ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইন্টারন্যাশনাল সার্ভিসেস উইংপ্রধান মোহাম্মদ মাসুদ। অনুষ্ঠানে ইসলামী ব্যাংক এবং ফরেন রেমিট্যান্স হাউসগুলোর বাংলাদেশ লিয়াজোঁ অফিসের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ অংশ নেন।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com