স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ১৯৯০ সালের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ও ইতালির সাবেক স্ট্রাইকার সালভাতর শিলাচি ক্যানসারে আক্রান্ত হয়ে আজ মারা গেছেন। ৫৯ বছর বয়সে থেমে গেল এই ফুটবলারের জীবন।
শিলাচির সাবেক ক্লাব জুভেন্টাস সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর খবর নিশ্চিত করে লিখেছে, ‘আমরা তার খেলায় আন্দোলিত হয়ে সৌভাগ্যবান ছিলাম, বিদায় তোতো, ধন্যবাদ। ’
১৯৯০ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে সর্বোচ্চ ৬টি গোল করে অপ্রত্যাশিতভাবে গোল্ডেন বুট ও গোল্ডেন বল জিতে তারকা বনে গিয়েছিলেন শিলাচি।
ইতালির ফুটবল ফেডারেশন (এফআইজিসি) জানিয়েছে, এখন থেকে আগামী সপ্তাহান্তে সব ম্যাচ শুরুর আগে শিলাচিকে শ্রদ্ধা জানাতে ‘এক মিনিট নীরবতা’ পালন করা হবে।
১৯৯০ বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে বদলি হয়ে খেলেই টুর্নামেন্টের প্রথম গোলটি পেয়েছিলেন শিলাচি।
তারপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরেকবার বদলি হয়ে খেলার পর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে প্রথমবার শুরুর একাদশে খেলতে নামেন। আক্রমণে রবার্তো ব্যাজিওর সঙ্গে তার যুগলবন্দীর পর ইতালির ক্যাম্পেইনে ফিরে আসে ছন্দ।
তারপর নকআউটে উরুগুয়ে ও রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে গোল করার সূত্রে নিশ্চিত হয় শিলাচির নায়কোচিত মর্যাদা।
১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে গোল করে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত পেনাল্টিতে হেরে বিদায় নেয় ইতালি। যদিও ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয়স্থান নির্ধারণীতে ষষ্ঠ গোলের পর শিলাচি নিশ্চিত করেন গোল্ডেন বুট।
বাংলাদেশ গ্লোবাল/জেএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com