স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: হিরো থেকে ভিলেন হয়ে গেলেন জিরোনা গোলকিপার পাওলো গাজ্জানিগা। প্যারিস সেন্ট জার্মেইকে প্রায় পুরোটা সময় আটকে রাখতে পেরেছিলেন এই আর্জেন্টাইন। কিন্তু শেষ মিনিটে হাস্যকর ভুল করলেন। চ্যাম্পিয়নস লিগে অভিষিক্ত স্প্যানিশ দলটির কিপারের আত্মঘাতী গোলে জয়ে শুরু করলো গতবারের সেমিফাইনালিস্ট পিএসজি।
বুধবার নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা হলো ফরাসি ক্লাবের। লা লিগায় তৃতীয় হয়ে প্রথমবার ইউরোপের শীর্ষমঞ্চে খেলতে নামা জিরোনাকে তারা পার্ক দে প্রিন্সেসে ১-০ গোলে হারিয়েছে।
পুরো ম্যাচে ৬০ শতাংশ বল দখলে রেখে এবং ২৪ শট নিয়ে আধিপত্য দেখায় পিএসজি। কিন্তু তাদের হতাশ করে জিরোনার একরোখা রক্ষণভাগ। দ্বিতীয়ার্ধে একের পর এক সুযোগ নষ্ট করে তারা। ড্রয়ের পথে এগোচ্ছিল ম্যাচ। কিন্তু ৯০তম মিনিটে নুনো মেন্দেসের নিচু ক্রস গাজ্জানিগার হাত ফসকে দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ায়। অথচ উসমান দেম্বেলে ও আশরাফ হাকিমিকে দারুণ দক্ষতায় রুখে দিয়ে হিরো হওয়ার পথে ছিলেন জিরোনা কিপার।
পিএসজির পরবর্তী ম্যাচ আর্সেনালের মাঠে। তারপর অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও ম্যানসিটি পরীক্ষা দিতে হবে তাদেরকে। জিরোনা ঘরের মাঠে স্বাগত জানাবে ডাচ সাবেক ইউরোপিয়ান কাপ জয়ী ফেনুর্দকে। প্রথম ম্যাচের লড়াইয়ের প্রেরণা নিশ্চিতভাবে তাদেরকে উদ্বুদ্ধ রাখবে সেদিন।
এদিকে চ্যাম্পিয়নস লিগের গত আসরের রানার্সআপ বরুসিয়া ডর্টমুন্ড বড় জয় পেয়েছে। জ্যান ব্রেইডেলস্তাদিওনে বদলি নামা জেমি বাইনো গিটেন্সের জোড়া গোলে দারুণ শুরু হলো জার্মানদের। গত আসরে ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে যাওয়া ডর্টমুন্ড ৩-০ গোলে জিতেছে ক্লাব ব্রুগের মাঠে। তাদের অন্য গোলটি করেন সেরহন গুইরাসি।
এছাড়া দিনের আরেক ম্যাচে সেলটিক ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে স্লোভান ব্রাতিস্লাভাকে। দিনের শুরুর দুটি ম্যাচে বোলোগনা বনাম শাখতার দোনেৎস্ক গোলশূন্য ড্র হয়েছে এবং স্পার্তা প্রাগ ৩-০ গোলে হারিয়েছে আরবি সলজবুর্গকে।
বাংলাদেশ গ্লোবাল/এমএন
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com