ঢাকা      মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

হাবিপ্রবিতে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ফেস্টিভ্যাল

IMG
19 September 2024, 10:20 AM

দিনাজপুর, বাংলাদেশ গ্লোবাল: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মার্কেটিং বিভাগের আয়োজনে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ফেস্টিভ্যাল-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ ভবনের বিজনেস স্টাডিজ অনুষদের ৩০৫ নম্বর কক্ষে ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয়।

মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আবুল কালামের নির্দেশনায় বিভাগটির এমবিএ-১৫ ব্যাচের শিক্ষার্থীরা ফেস্টিভ্যালটির আয়োজন করে। এতে মার্কেটিং মেরিটস, মার্কেটিং বাজ, ক্যাপ্টেন অব কমার্স, মার্কেটিং ম্যাভ্রিক্স ও মার্কেটিং ম্যানিয়া নামের ৫ টি প্রতিযোগী দল অংশগ্রহণ করে।

আয়োজনে অংশ নেওয়া দলগুলো বিভিন্ন রকমের খাবারের আয়োজন করে। তাদের খাবারের আয়োজনে ছিল বিভিন্ন রকমের চাইনিজ, বাংলা এবং মিষ্টান্ন জাতীয় খাবার। স্টল পরিদর্শনের পাশাপাশি শিক্ষার্থীদের তৈরি খাবার পরিবেশনার ভিত্তিতে বিজয়ীদের নাম ঘোষণা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং অনুষদীয় শিক্ষকেরা। ফেস্টিভ্যালটিতে প্রথম স্থান অর্জন করেন মার্কেটিং মেরিটস,দ্বিতীয় স্থান অর্জন করেন বাজ মার্কেটিং,তৃতীয় স্থান অর্জন করেন ক্যাপ্টেন অব কমার্স এবং যৌথভাবে চতুর্থ স্থান অর্জন করেন মার্কেটিং ম্যাভ্রিক্স এবং মার্কেটিং ম্যানিয়া।

ফেস্টিভ্যালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির জরুরি আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত প্রফেসর ড. হাসান ফুয়াদ এল-তাজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড.মো.শামছুজ্জোহা,বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো.মামুনার রশিদ,মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো.জামাল উদ্দিন। এছাড়াও বিজনেস স্টাডিজ অনুষদের বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ সহ মার্কেটিং বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আবুল কালাম বলেন, আমরা নতুন কিছু শেখানো চেষ্টায় থাকি সবসময়। মার্কেটিং বিভাগ সবসময়ই ডায়নামিক করার চেষ্টা করে থাকে।তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো এই ট্যুরিজম এন্ড হসপিটালিটি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো।মার্কেটিং বিভাগের আয়োজনে ভবিষ্যতে আরো ভালো ভালো আয়োজন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. হাসান ফুয়াদ এল-তাজ বলেন, প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তারা সকলেই অনেক ভালো ভালো আয়োজন করেছে। এখান থেকে আমরা যে শিক্ষা অর্জন করতে পারবো সেটিই প্রধান।আমি প্রত্যাশা করছি যে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা দেশ বিদেশে বিভিন্ন নামি দামি এবং বিভিন্ন সরকারি দপ্তরে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে দেশবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করবে।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন