ঢাকা      বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
শিরোনাম

হাসান তোপে দিশেহারা ভারত, রোহিত-গিলের পর এবার শিকার কোহলি

IMG
19 September 2024, 11:45 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: কয়দিন আগেই পাকিস্তানে রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নাম লিখেছেন হাসান মাহমুদ। সেই তিনি এবার ভারত সিরিজে পেস বিভাগে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ দলকে। এরই মধ্যে তুলে নিয়েছেন তিনি উইকেট। তার বোলিং তোপে রীতিমতো দিশেহারা ভারতীয় ব্যাটাররা।

বাংলাদেশের এই তরুণ পেসারের বোলিং তোপের মুখে পড়ে এরই মধ্যে সাজঘরে ফিরতে হয়েছে রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলির মতো তারকা ব্যাটারদের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৩৪ রান। উইকেটে আছেন যশস্বী জয়সওয়াল ও রিশভ পান্ত।

এদিন টসে হেরে ব্যাট করতে নেমে দিনেই শুরুতেই হোঁচট খায় ভারত। তারকা ব্যাটার রোহিত শর্মাকে সাজঘরের পথ দেখান হাসান। তাতে শুরুতে ব্যাট করতে নামা স্বাগতিক ভারত বড়সড় ধাক্কা খায়।

এদিন ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলেই রোহিতকে সাজঘরের পথ ধরিয়েছেন হাসান মাহমুদ। দারুণ এক ডেলিভারিতে ভারতীয় অধিনায়ককে পরাস্ত করেন তিনি। বল ব্যাটের কানায় লেগে সেকেন্ড স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্তর হাতে গিয়ে পড়ে। হাতে বল জমিয়ে উদযাপনে মাতে বাংলাদেশ। রোহিতকে সাজঘরে ফিরতে হয় ১৯ বলে ৬ রান করে। ১৪ রানে প্রথম উইকেট হারায় ভারত।

পরের ওভারে এসে সাজঘরের পথ ধরান শুভমান গিলকে। ৮ বলে শূন্য রান করে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় গিলকে। খানিক পর বিরাট কোহলিকেও নিজের শিকারে পরিণত করেন হাসান। হাসানের বল বুঝতে না পেরে ৬ রানে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ তুলে দেন সময়ের তারকা ব্যাটার কোহলি। তাতে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে বড়সড় ধাক্কা খায় ভারত।

বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন