ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: পুলিশ সদস্যদের উজ্জীবিত করার পাশাপাশি রাজধানীর ট্রাফিক ও চাঁদাবাজি সমস্যা সমাধানে ডিএমপিকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ পুলিশকে মানবিক পুলিশ হতে উজ্জীবিত করে কীভাবে তাদের পুরানো গৌরব ফিরে পাওয়া যায় এবং জনবান্ধব পুলিশ যেন শুধু কাগজ-কলমে না থেকে বাস্তবে হয়- তা নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, ট্রাফিকে যে একটা সমস্যা হচ্ছে, তার উন্নতি কীভাবে করা যায়, সে আলোচনা হয়েছে। চাঁদাবাজি কীভাবে বন্ধ করা যায়, সে ব্যাপারেও আলাপ হয়েছে। চাঁদাবাজি যদি বন্ধ হয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। চাঁদাবাজি যেন না হয়, একইসঙ্গে ঘুষ ও দুর্নীতি কীভাবে বন্ধ করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানায় হয়রানি মূলক মামলা হচ্ছে। বাদী আসামিদের চেনে না। পুরাতন ফরম্যাটে হয়রানির বিষয় নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ কিন্তু আগে মামলা দিতো, এই সময়ে কোনো পুলিশ একটা মামলা দিয়েছে? আগে পুলিশ ১০ জনের নাম দিয়া ১০০ জনকে অজ্ঞাত রেখে দিত। কিন্তু আজ পর্যন্ত পুলিশ মামলা দিচ্ছে না, সাধারণ জনগণ দিচ্ছে। পুলিশ যদি এমন একটা মামলাও দেয়, আপনি আমার কাছে আনবেন।
তিনি বলেন, কালকে আমার কাছে একজন এসেছিল, বলে- ‘স্যার আমাদের যে অরিজিনাল আসামি তাকে ১১ নম্বরে রাখা হয়েছে।’ আমি বললাম, কেন? তাকে তো এক নম্বরে দিবেন। বলে যে- ‘না, যারা এইটা ড্রাফট করছে, তারা দিয়েছে।’
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিচার-বহির্ভূত হত্যার ঘটনা ঘটছে। এটা বন্ধের বিষয় জানতে চাইলে তিনি বলেন, মব জাস্টিসের ক্ষেত্রে জনসচেতনতা বাড়াতে হবে। কালকে দেখলাম জাহাঙ্গীরনগরে, তারা তো সবচেয়ে শিক্ষিত। তাদের ক্ষেত্রে এই সচেতনতা আগে আসতে হবে। ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায়ই হেনস্থা না হয়। একজন অন্যায় করলে তাকে আইনের হাতে সোপর্দ করেন। কিন্তু আইন তো নিজের হাতে তুলে নেওয়ার কারও অধিকার নাই।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com