এসআই মিলন, বাংলাদেশ গ্লোবাল: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে নিখোঁজের দুই ঘণ্টা পর হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় আকাশ মিয়া (১১) নামের আহত এক স্কুলছাত্রকে উদ্ধার করেছেন স্থানীয়রা।
উদ্ধার হওয়া স্কুলছাত্র আকাশ ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের বাজে তেলকুপি এলাকার মঞ্জু মিয়ার ছেলে। সে স্থানীয় চরকৃষ্ণমণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজ্জামান বসুনিয়া।
এর আগে বুধবার রাতে উপজেলার উড়িয়া ইউনিয়নের কালাসোনা এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই স্কুলছাত্র গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে আকাশের পরিবারের দাবি, প্রতিপক্ষরা শত্রুতাবশত আকাশকে হত্যার উদ্দেশ্যে হাত, পা ও মুখ বেঁধে বালুর নিচে রাখে।
ওই স্কুলছাত্রের বড় চাচা মিলন মিয়া বলেন, ভাতিজা আকাশ বুধবার মাগরিবের আজান হওয়ার সময় নিখোঁজ হয়। এর দুই ঘণ্টাপর চর কালাসোনার গ্রামে ব্রহ্মপুত্র নদের পাশে বালুচর থেকে তার হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় গ্রামপুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে খবর দেয়। আমরা তাকে নিয়ে ফুলছড়ি থানায় যাই। থানা পুলিশ চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠায়।
এব্যাপারে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজ্জামান বসুনিয়া বলেন, এর আগে ওই এলাকায় একটি হত্যাকা-ের ঘটনা ঘটে। উদ্ধার হওয়া স্কুলছাত্র হামলায় নিহত ব্যক্তির নাতি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসব কারণে তার হাত, পা ও মুখ বাঁধার ঘটনা ঘটে থাকতে পারে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com