খাইরুজ্জামান সেতু , বাংলাদেশ গ্লোবাল: চুয়াডাঙ্গায় ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১২টার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরে এসে শেষ হয়।
পরে শিক্ষার্থীরা শহীদ হাসান চত্বর অবরোধ করে। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ ও পথচারীরা।
ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে লেখাপড়ার স্থবিরতা হয়ে পড়েছে। তাই আমাদের একটাই দাবি সিলেবাস সংক্ষিপ্ত করে পরীক্ষা নেওয়া হোক ।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com