এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সঙ্গীত পরিচালক, গায়ক, অভিনেতা হিমেশ রেশমিয়া। তিনি তার সঙ্গীত ক্যারিয়ারে অনেক সফল গান দর্শকদের উপহার দিয়েছেন। হিমেশের সঙ্গীতের স্টাইল মূলত পপ এবং ইলেকট্রনিক বিটের মিশ্রণে নির্মিত হয়। তার গানগুলো সাধারণত মেলোডিক এবং রোমান্টিক।
কর্মক্ষেত্রে তিনি যেমন সর্বগুণ সম্পন্ন, তেমন তার ব্যক্তিগত জীবনেও রয়েছে নানা কেচ্ছা কাহিনি। স্ত্রীর বান্ধবীর সঙ্গে প্রেম করেন এবং তারপর তাকে বিয়ে করেন।
যে সময় হিমেশ খুব বেশি পরিচিত ছিলেন না, সেই সময় কোমলকে বিয়ে করেন তিনি। ১৯৯৫ সালে বিয়ে করেন হিমেশ-কোমল কিন্তু হিমেশের জীবনে সোনিয়া আসার পরই ২০১৭ সালে কোমলের বিচ্ছেদ হয়।
বাংলাদেশ গ্লোবাল/এমএন
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com