ঢাকা      বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
শিরোনাম

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ আরসা কমান্ডার গ্রেপ্তার

IMG
20 September 2024, 12:59 PM

কক্সবাজার, বাংলাদেশ গ্লোবাল: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি বিদেশি জি ত্রি রাইফেল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার সকালে এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদে পুলিশ জানতে পারে আরসার একটি সন্ত্রাসী গ্রুপ ১৩ নম্বর ক্যাম্পের একটি গোপন আস্তানায় অবস্থান করছে। এই খবরের সূত্র ধরে গতকাল বৃহস্পতিবার রাতে তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের ওই আস্তানায় অভিযান চালানো হয়। এসময় এপিবিএন পুলিশ মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরসার কমান্ডার নুরুল ইসলামকে গ্রেপ্তার করে। পুলিশ ওই আস্তানায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি জি ত্রি রাইফেল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করে।

পুলিশের এই কর্মকর্তা জানান, আরসার এই কমান্ডারের নেতৃত্বে সন্ত্রাসী গ্রুপের সদস্যরা ক্যাম্পে নতুন করে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল। পুলিশ সন্ত্রাসী গ্রুপের অন্য সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।

গ্রেপ্তার নুরুল ইসলামকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন