ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইসরায়েলে ওয়েস্ট নাইল ভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা ৯শ’ ১৩ জনে পৌঁছেছে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই খবর জানিয়েছে ইসরায়েল ভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল। জুনে এই ভাইরাসের সংক্রমণ ব্যাপকহারে শুরু হওয়ার পর থেকে আক্রান্তদের মধ্যে ৭০ জন এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন।
জীবাণুবাহী মশার মাধ্যমে এই ভাইরাস মানবদেহে প্রবেশ করে। মানুষ থেকে মানুষে এই রোগ ছড়ায় না। ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত প্রায় ৮০ শতাংশ ব্যক্তির দেহে কোনও লক্ষণ প্রকাশ পায় না। ২০ শতাংশের মতো আক্রান্ত ব্যক্তির জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথার মতো লক্ষণ দেখা যেতে পারে।
আক্রান্তদের মধ্যে ১ শতাংশেরও কম মানুষ তীব্র মস্তিষ্ক প্রদাহ বা মেনিনজাইটিসের মতো বিরল জটিলতায় ভুগতে পারেন। বয়স্ক ও দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি ভাইরাস আক্রান্ত হলে, মারাত্মক অসুস্থতার ঝুঁকি রয়েছে।
বাংলাদেশ গ্লোবাল/এমএন
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com