ঢাকা      বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
শিরোনাম

তাসকিন-নাহিদের গতির ঝলকে সাজঘরে ভারতের ওপেনাররা

IMG
20 September 2024, 4:55 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে অধিনায়ক রোহিত শর্মা ব্যর্থ হলেও অন্য ওপেনার যশস্বী জয়সওয়াল ফিফটি তুলে নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে রোহিতের মতো যশস্বীও অল্প রানেই ফিরে গেছেন। প্রথম ইনিংসের ন্যায় নাহিদ রানার বলেই কাটা পড়েছেন তিনি।

ব্যক্তিগত ১০ রানে নাহিদের বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ হয়েছেন যশস্বী। এর আগে তাসকিন আহমেদে বলে স্লিপে ক্যাচ হয়ে ফিরেছিলেন রোহিত (৫)। এর ফলে ২৮ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে ধুঁকছে ভারত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৯ ওভারে ২ উইকেটে ৪৩ রান। ক্রিজে রয়েছেন শুভমান গিল (২০*) ও বিরাট কোহলি (৪*)।

এর আগে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে শুরুর বিপর্যয়ের পর অশ্বিন-জাদেজার দুর্দান্ত ব্যাটিংয়ে নিজেদের প্রথম ইনিংসে ৩৭৬ রান পর্যন্ত পৌঁছায় ভারত। জবাব দিতে নেমে ফলো অন এড়াতে পারেনি বাংলাদেশ। জশপ্রীত বুমরাহর বোলিং দাপটে গুটিয়ে গেছে ১৪৯ রানে।


বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন