ঢাকা      শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
শিরোনাম

সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় হবে: প্রধান বিচারপতি

IMG
21 September 2024, 12:36 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ শনিবার সকালে সুপ্রিম কোর্টে বিচারকদের উদ্দেশে দেয়া অভিভাষণে তিনি এ কথা জানান।

প্রধান বিচারপতি বলেন, ‘বিগত বছরগুলোতে বিচারবিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। বঞ্চনার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে৷ অথচ মানুষের আস্থার জায়গা বিচারবিভাগ।’

নতুন বাংলাদেশে সততা, ন্যায় ও অধিকার বোধের বিচারবিভাগ হবে বলেও প্রতিজ্ঞা করেন তিনি। বলেন, ‘একটি ন্যায় ভিত্তিক বিচারব্যবস্থার কাজ হলো জনগণ ও রাষ্ট্রকে সুরক্ষা দেয়া।’

শাসকের আইন নয়, আইনের শাসনই বিচারবিভাগের মূল লক্ষ্য বলে জানান প্রধান বিচারপতি।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে আলাদ সচিবালয় করার কথা জানিয়ে প্রধান সৈয়দ রেফাত আহমেদ বলেন, ‘এটি হবে বিচার বিভাগের স্বাধীনতার প্রথম ধাপ। শিগগির এই প্রস্তাব আইন উপদেষ্টার কাছে পাঠানো হবে।

তিনি আরও বলেন, ‘বিচারকদের পরিবহন, আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। আইন উপদেষ্টা অগ্রাধিকার ভিত্তিতে বিষয়টি বিবেচনায় রাখবেন।’

প্রধান বিচারপতি বলেন, ‘৪২ লাখ মামলার জট রয়েছে। এর কারণ লোকবল সংকট, এজলাস সংকট। মামলার তুলনায় বিচারকের সংখ্যাও অপ্রতুল। একজন বিচারক একাধিক কোর্ট নয়, একটি কোর্টেই দায়িত্ব পালন করতে হবে। এর জন্য আইনে সংস্কার প্রয়োজন।’

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন নিয়ে ১১১ বার পেছানো হয়েছে। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না বলেও জানান তিনি।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন