ঢাকা      শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১
শিরোনাম

৬ দিন বন্ধ থাকার পর সোনামসজিদ স্থলবন্দরে কার্যক্রম শুরু

IMG
21 September 2024, 1:31 PM

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: অনিয়ম-দুর্নীতি বন্ধসহ চার দফা দাবিতে ৬ দিন বন্ধ থাকার পর পুনরায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়েছে। আজ শনিবার চালু হয় এ কার্যক্রম।

সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ ও পানামা পোর্ট লিংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার টিপু সুলতান স্থলবন্দর চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মামুনুর রশিদ জানান, গত ৮ সেপ্টেম্বর পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অনিয়ম-দুর্নীতি বন্ধসহ চার দফা দাবি জানিয়ে আসছিলেন সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপ। ফলে ১৫ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যায় বন্দরের কার্যক্রম। এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড ও সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।

তিনি আরও জানান, বৈঠকে স্থলবন্দরের সমস্যা সমাধানের নিরসন হলে শুক্রবার (২০ সেপ্টেম্বর) এক জরুরি বৈঠকে সোনামসজিদ স্থলবন্দর চালুর সিদ্ধান্ত হয়। এর আগে পাথর বোঝাই ট্রাক খালাসে মাশুল আদায় কমানো, ব্যবসায়ীদের দেয়া ভ্যাট সরকারি কোষাগারে জমা হয়েছে কিনা এর তদন্তসহ চার দফা দাবিতে ১৫ সেপ্টেম্বর থেকে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রেখেছিলেন ব্যবসায়ীরা।

সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার টিপু সুলতান জানান, আমদানিকারকরা তাদের দাবি তুলে নেয়ার পর শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে স্থলবন্দরের আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে৷



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন