ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন সোমবার (২৩ সেপ্টেম্বর)। সেখানে ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন তিনি।
এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সফর সম্পর্কে বিস্ততারিত তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, যেহেতু ড. ইউনূসের খ্যাতি বিশ্বজোড়া, তাই অনেক আন্তর্জাতিক গণমাধ্যম তার সাক্ষাৎকার নেয়ার অনুরোধ জানিয়েছেন। দ্বিপাক্ষিক নানা মিটিংয়ের অনুরোধও এসেছে। কিন্তু মাত্র তিন দিন তিনি নিউইয়র্কে অবস্থান করবেন। তাই সবার অনুরোধ রাখা কঠিন হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, ২৭ তারিখে জাতিসংঘের অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। তিনি তার বক্তব্যে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণঅভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণকর ও জনস্বার্থে নিবেদিত একটি দেশ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করবেন।
বক্তব্যে রোহিঙ্গা ইস্যু, অর্থপাচার, অভিবাসীদের মৌলিক পরিসেবা নিশ্চিত, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিলিস্তিন ইস্যুসহ নানা বিষয় উঠে আসতে পারে বলেও জানান তৌহিদ হোসেন। বলেন, এরইমধ্যে কিছু দ্বিপাক্ষিক বৈঠক চূড়ান্ত হয়েছে। কিছু পাইপলাইনে আছে। শেষ মুহূর্তে কিছু বৈঠক যোগ হতে পারে, সময়ের অভাবে কিছু বাদও যেতে পারে। সাইডলাইনে কিছু বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা নিজেও প্রতিনিধিত্ব করবেন বলে জানান।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com