এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আপাতত বড়পর্দায় ছবি পরিচালনা করতে আগ্রহী নয় বলিউড পরিচালক করণ জোহর। এবার তিনি ভিন্ন পথে হাঁটতে চলেছেন বলে জানা গেছে।
‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘কভি আলবিদা না কহনা’ বা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’— বলিউডের রোমান্টিক ছবি তৈরি হয়েছে যার হাত ধরে, তিনি আজ ভিন্ন পথে হাঁটার পরিকল্পনা করছেন।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িয়ে রয়েছেন করণ জোহর। সময়ের দাবি মেনে এবার তিনি ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন। জানা গেছে, সব ঠিক থাকলে ২০২৫ সালের প্রথম দিকেই শুরু করবেন নতুন কাজ।
এ নির্মাতা আগামী বছর ওটিটির দুনিয়ায় ব্যস্ত থাকতে চলেছেন। জানা যাচ্ছে, নেটফ্লিক্সের জন্য একটি ওয়েব সিরিজ তৈরি করতে চলেছেন তিনি। এখনো ওই সিরিজের নাম স্থির হয়নি। তবে পরিচালকের অন্যতম পছন্দের কাজ হতে চলেছে এটি। শুধু তাই নয়, তারকা খচিত এই সিরিজে থাকতে পারেন একাধিক নামি অভিনেতা-অভিনেত্রী। ইতোমধ্যে চিত্রনাট্য তৈরি হয়ে গেছে। নতুন প্ল্যাটফর্মে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন করণ জোহর।
সূত্রের খবর, চরিত্র অনুযায়ী অভিনেতা বাছাইয়ের কাজ শুরু হচ্ছে শিগগিরই। ২০২৫ সালে শুরু হবে শুটিং। প্রায় গোটা বছরজুড়েই চলবে কাজ। সিরিজটি দেখানো শুরু হবে ২০২৬ সাল নাগাদ।
শুধু এই ওয়েব সিরিজই নয়, এর কাজ শেষ হলেই করণ ফিরবেন আবার বড়পর্দায়। এবার একটি অ্যাকশন ছবি নিয়ে। এর আগে ২০১৯ সালেই ‘তখ্ত’-এর কাজ শুরু হওয়ার কথা ছিল। তা মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালে। কিন্তু কোভিড অতিমারীর কারণে পিছিয়ে যায় ‘তখ্ত’-এর কাজ। মনে করা হচ্ছে, এই ছবিতে দেখা যেতে পারে একঝাঁক তারকা— কারিনা কাপুর, রণবীর সিং, আলিয়া ভাট, ভিকি কৌশল, অনিল কাপুর, ভূমি পেডনেকর, জাহ্নবী কাপুরদের। সবশেষ ২০২৩ সালে মুক্তি পেয়েছিল করণ জোহরের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।
বাংলাদেশ গ্লোবাল/এমএন
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com