ঢাকা      সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১
শিরোনাম

পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না: এম সাখাওয়াত হোসেন

IMG
22 September 2024, 7:20 PM

বরিশাল, বাংলাদেশ গ্লোবাল: পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না। আর পাহাড় অশান্ত থাকলে সবারই ক্ষতি— এমন মন্তব্য করেছেন নৌপরিবহন এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনালের (অব.) এম সাখাওয়াত হোসেন। আজ রোববার দুপুরে বরিশালে বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। এ সময় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, পার্বত্যাঞ্চলে যা-ই হচ্ছে, এতে দিনশেষে কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ। এছাড়াও তিনি বলেন, গত ১৫ বছরে সাগর চুরি নয়, বরং পাট, বস্ত্র ও নৌ পরিবহন মন্ত্রণালয়ে মহাসাগর চুরি হয়েছে। দুর্নীতি রোধে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এর আগে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত মেরিন একাডেমির শিক্ষার্থীদের প্যারেড পরিদর্শন করেন এবং একাডেমিক ভবনের সামনে গাছের চারা রোপণ শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এসময় নৌপরিবহন মন্ত্রণালয় সচিব (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার বণিক, একাডেমির অধিনায়ক কমান্ডেন্ট ক্যাপ্টেন এসএম আতিকুর রহমান,জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মো: বেলায়েত হোসেন,উপসচিব মো: জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন