ঢাকা      সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১
শিরোনাম

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়লেন ৬৯ বছর বয়সী চিরঞ্জীবী

IMG
23 September 2024, 1:41 PM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের দক্ষিণী সিনেমার মেগাস্টার চিরঞ্জীবী গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়লেন। সম্প্রতি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা/নৃত্যশিল্পী বিভাগে সবচেয়ে জনপ্রিয় তারকা হিসেবে গিনেস বুকে নাম লেখালেন ৬৯ বছর বয়সী এই অভিনেতা।

রোববার (২২ সেপ্টেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে এ রেকর্ডসের সার্টিফিকেট চিরঞ্জীবীর হাতে তুলে দেন গিনেস কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।

প্রতিবেদনে জানানো হয়েছে, দীর্ঘ ৪৫ বছরের ক্যারিয়ারে ১৫৬টি সিনেমার ৫৩৭টি গানের ২৪ হাজার নাচে পারফর্ম করেছেন চিরঞ্জীবী। ১৯৭৮ সালের ২২ সেপ্টেম্বর সিনেমায় অভিষেক ঘটে তার। এ কারণে সার্টিফিকেট প্রদানের জন্য ২২ সেপ্টেম্বর বেছে নেন গিনেস কর্তৃপক্ষ। সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান।

গিনেস রেকর্ডসের সার্টিফিকেট গ্রহণ করে চিরঞ্জীবী বলেন, ‘এই মুহূর্তটি ভোলার নয়। আমি কখনও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কাছ থেকে স্বীকৃতি চাইনি। কিন্তু আমার নাচের জন্য তারা সম্মানিত করেছে, এটা অবিশ্বাস্য! নাচ আমাকে সত্যিকার অর্থে তারকা বানিয়েছে এবং আমার ক্যারিয়ারে অনেক পুরস্কার এনে দিয়েছে।’

সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক রিচার্ড স্টেনিং। এই স্বীকৃতি প্রদানের বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘১৫৬টি চলচ্চিত্র এবং এসব সিনেমার নৃত্য পরিবেশন পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করার পর, আমরা এই অর্জনটিকে আনুষ্ঠানিকভাবে প্রদান করছি।’

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন বরেণ্য অভিনেতা চিরঞ্জীবী। চলতি বছর ভারত সরকার তাকে পদ্মবিভূষণ পুরস্কার দিয়েছে। ২০০৬ সালে এই দক্ষিণী মেগাস্টারকে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়। চিরঞ্জীবীর আসল নাম হলো— শিবা শঙ্কর ভারা প্রসাদ।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন