ঢাকা      সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১
শিরোনাম

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন নামঞ্জুর

IMG
23 September 2024, 1:43 PM

সুনামগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার বেলা ১১টার দিকে দ্রুত বিচার আদালতে জামিনের আবেদন করেন মান্নানের আইনজীবীরা। শুনানি শেষে দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র তার জামিন নামঞ্জুর করেন ।

এদিকে জামিন শুনানি নিয়ে আজ সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল আদালত প্রাঙ্গণে। বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান নেয় শিক্ষার্থীরা। সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করে বাড়ানো হয় আদালতের নিরাপত্তা।

আদালতে জামিন শুনানি শুরু হলে উত্তপ্ত বাক্য বিনিময় হয় দু’পক্ষের আইনজীবীদের মধ্যে। দীর্ঘ আধা ঘণ্টা শুনানির পর জামিন নামঞ্জুর করেন দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র। শুনানিতে অংশ নিয়ে বের হয়ে পুলিশ রিমান্ড না চাওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানান বাদীর আইনজীবীরা।

এর আগে গত বৃহস্পতিবার সুনামগঞ্জের শান্তিগঞ্জের বাসভবন থেকে এম এ মান্নানকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

গত ৪ আগস্ট ছাত্র-জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের হামলার ঘটনায় গুলিবিদ্ধ আহত দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলীর ভাই হাফিজ আহমদ বাদী হয়ে ২ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখসহ ২০০ জনের নামে মামলা করেন। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট প্রধান এবং এমএ মান্নানের নাম দুই নম্বরে আছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন