ঢাকা      বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১
শিরোনাম

স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ

IMG
24 September 2024, 4:03 PM

এসআই মিলন, বাংলাদেশ গ্লোবাল: স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ঘন্টাব্যাপি অবস্থান কর্মসূচি পলেন করেছেন গাইবান্ধা এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট (এটিআই) এর শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে ঘন্টাব্যাপি অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এটিআই’র কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা এই কর্মসূচির আয়োজন করে। অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে।

অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থী মুনতাসির রহমান, আল ইমরান, এম সাকিবুল ইসলাম সাকিব, মেহেদী হাসান, সাকিব হাসান শিহাব, ফাহিম, জান্নাতুল নাইম মিতু, মারুফা আকতার, মাইশা আকতার ফাতেমা প্রমুখ।

বক্তারা, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অন্যথায় পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়সমুহে উচ্চ শিক্ষার জন্য নির্দিষ্ট আসনের দাবি জানান।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন