ঢাকা      শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১
শিরোনাম

ঢাকা জেলার নির্বাচন কর্মকর্তার দায়িত্বে ফজলুর রহমান

IMG
28 September 2024, 12:14 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঢাকা জেলা নির্বাচন অফিসের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মুহাম্মদ ফজলুর রহমানকে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির তথ্য জানান।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক মুহাম্মদ ফজলুর রহমানকে নিজ দায়িত্বের পাশাপাশি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, ঢাকার অতিরিক্ত দায়িত্বসহ আয়ন-ব্যয়ন কর্মকর্তার ক্ষমতা প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২৪ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে ঢাকা জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. জাহাঙ্গীর হোসেন, সিলেট জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান এবং নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে নির্বাচন কমিশন সচিবালয়ে সংযুক্ত করা হয়। তবে এ ঢাকা জেলা নির্বাচন অফিসের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলেও সিলেট ও নরসিংদীর দায়িত্ব এখনও কাউকে দেওয়া হয়নি।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন