ঢাকা      শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১
শিরোনাম

বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধের দাবিতে গাইবান্ধায় সংহতি সমাবেশ

IMG
28 September 2024, 2:49 PM

এসআই মিলন, বাংলাদেশ গ্লোবাল: মব ভায়োলেন্স ও বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধের দাবিতে গাইবান্ধায় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১২ টার দিকে দীপান্তর '২৪ সামাজিক সংগঠনের উদ্যোগে শহরের আসাদুজ্জামান স্কুল এ্যান্ড কলেজের সামনে এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

দীপান্তরের সংগঠক এস এম মনিরুজ্জামান সবুজের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলা সাধারণ সম্পাদক কাজী আবু রাহেন শফিউল্লাহ খোকন, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক এ্যাড নিলুফার ইয়াসমিন শিল্পী, দীপান্তরের সদস্য কলি রানী বর্মন, জয়নুল ইসলাম, ইউনুস সরকার রনি, সংস্কৃতি প্রমুখ।

বক্তারা বলেন, ছাত্র-জনতার ফ্যাসিস্ট বিরোধী গণআন্দোলনের সাথে এদেশের সকল প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো একাত্ম হয়ে আন্দোলন করেছিল একটি ফ্যাসিস্টমুক্ত দেশের প্রত্যাশা নিয়ে। কিন্তু কিছু গোষ্ঠী তাদের স্বার্থ হাসিলের জন্য দেশকে পুনরায় অস্থিতিশীল পরিবেশ তৈরি পায়তারা চালাচ্ছে। বক্তারা সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় হলে তোফাজ্জল হোসেনকে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শামীম আহমেদ ও দেশের বিভিন্ন জায়গায় নির্মমভাবে পিটিয়ে মানুষ হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি ও খাগড়াছড়িসহ পার্বত্য জেলায় সংঘটিত পাহাড়ি আদিবাসী-সেটেলার বাঙালী সাম্প্রদায়িক হামলার বন্ধ এবং উস্কানিদাতাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি করে।

বক্তারা আরও বলেন, সীমান্তে হত্যা বন্ধ কর এবং অতীতে বিভিন্ন সরকার দেশের শোষণমূলক ব্যবস্থা টিকিয়ে রাখতে ছাত্র রাজনীতি বন্ধের ষড়যন্ত্র করেছিল, আমরা মনে করি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের মধ্যে গণতান্ত্রিক ছাত্র আন্দোলন নস্যাৎ করার নীল নকশা। অবিলম্বে এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন গড়ে তোলার উদাত্ত আহবান জানান।

বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন