ঢাকা      শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১
শিরোনাম

রিমান্ড শেষে কারাগারে সাবেক রেলমন্ত্রী সুজন

IMG
28 September 2024, 6:38 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের রফিক হত্যা মামলায় সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে নেওয়া হয়। শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মাহাবুল ইসলাম সুজনকে কারাগারে প্রেরণের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালের কক্ষ থেকে নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত ইমরান হাসান নামক এক শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। পরদিন সকালে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। পরে বিকেলে সুজনের আইনজীবী আদালতে পুনঃশুনানিতে জানান, একই মামলায় উচ্চ আদালতে আসামির জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছে। আইনজীবীর আবেদনে আদালত সুজনের রিমান্ড আদেশ স্থগিত করেন। পরবর্তীতে গত ২২ সেপ্টেম্বর রফিকুল ইসলাম হত্যা মামলায় নূরুল ইসলাম সুজনের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামির উপস্থিতিতে শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে কারাগারে পাঠানো হলো সুজনকে।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন